ওয়েব ডেস্ক : পরমাত্মা(ঈশ্বর)তাঁকে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মন্তব্যকে নিশানা করে ফের তাঁকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মঙ্গলবার রাহুল বলেন, দরিদ্রদের জন্য নয়, গৌতম আদানি এবং মুকেশ আম্বানির মতো শিল্পপতিদের সাহায্য করার জন্য ঈশ্বর পাঠিয়েছেন নরেন্দ্র মোদিকে। এদিন উত্তরপ্রদেশের দেওরিয়ায় একটি নির্বাচনি সমাবেশে রাহুল গান্ধি বলেন, অন্য সবাই জৈবিক কিন্তু নরেন্দ্র মোদিজি জৈবিক নন। আম্বানি ও আদানিকে সাহায্য করার জন্য তাঁকে তাঁর ‘পরমাত্মা’ পাঠিয়েছেন। কৃষক ও শ্রমিকদের সাহায্য করার জন্য পরমাত্মা তাঁকে পাঠাননি। যদি এই জন্য ‘পরমাত্মা’ তাকে পাঠাতেন, তাহলে তিনি গরিব ও কৃষকদের সাহায্য করতেন। এ কোন ধরনের ঈশ্বর, প্রশ্ন তুলে কংগ্রেস নেতা বলেন, আমার মনে হয় এটি প্রধানমন্ত্রী মোদির ঈশ্বর। উল্লেখ্য, সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি জৈবিক নন বরং ঈশ্বর প্রেরিত। তাঁর এই মন্তব্যকেই এদিন ফের তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধি।

ওই সাক্ষাৎকারে মোদি বলেছিলেন, আমার মা বেঁচে থাকা পর্যন্ত, আমি ভাবতাম আমি জৈবিকভাবে জন্মেছি। তাঁর মৃত্যুর পরে, আমি যখন আমার অভিজ্ঞতা দেখি, আমি নিশ্চিত যে আমি ঈশ্বরের দ্বারা প্রেরিত। এই শক্তি আমার শরীর থেকে নয়, এটি দেওয়া হয়েছে। ঈশ্বর আমাকে এই কারণেই ক্ষমতা, শক্তি, বিশুদ্ধ হৃদয় এবং অনুপ্রেরণা দিয়েছেন, আমি ঈশ্বরের পাঠানো একটি যন্ত্র ছাড়া কিছুই নই। এদিন রাহুল গান্ধি বলেন, বিরোধী জোট (ইন্ডিয়া জোট) সরকার সংরক্ষণের উপর ৫০ শতাংশের সর্বোচ্চ ধাপকে শেষ করবে এবং হৃদয়, জীবন ও রক্ত দিয়ে সংবিধান রক্ষা করবে। তিনি বলেন, একদিকে ইন্ডিয়া জোট ও সংবিধান রয়েছে এবং অন্যদিকে, সংবিধান শেষ করতে চায় যারা, তারা রয়েছে। ইন্ডিয়া জোট হৃদয়, জীবন ও রক্ত দিয়ে সংবিধান রক্ষা করবে বলে দাবি করেন তিনি। জনগণকে আশ্বস্ত করে রাহুল আরও বলেন, ইন্ডিয়া জোট একবার কেন্দ্রে সরকার গঠন করলে ব্যক্তিগতভাবে তিনি অগ্নিবীর প্রকল্পটি ছিঁড়ে ফেলবেন এবং ডাস্টবিনে ফেলে দেবেন।

113 Views