ওয়েব ডেস্ক : দিনের শুরুতে মুম্বাই শহরতলির মুলুন্ডে একটি ছ’তলা বাণিজ্যিক ভবনে আগুন লাগলো। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ এল্ বি এস রোডের ছ’তলায় আগুন লাগে। দ্রুত এই ভবনের বিভিন্ন তলে ধোঁয়া ছড়িয়ে যায়। সেখানে আটকে ছিলেন এমন ৫০ জনকে উদ্ধার করা হয় বলে খবর। জানা গিয়েছে, আগুন ছ’তলা থেকে আর ছড়াতে পারেনি। এই তলার ১০০০ বর্গফুট এলাকাজুড়ে থাকা বৈদ্যুতিক তার, আসবাবপত্র ও অফিস রেকর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। মুম্বাই পুলিশ, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) এবং অন্যান্য সংস্থার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।
79 Views