আশিস কুমার ঘোষ, গোবরডাঙ্গা

অভিনব ভাইফোঁটা উৎসবের আয়োজন করল গোবরডাঙ্গার একটি স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে উড়ান। রবিবার ভ্রাতৃদ্বিতীয়ার দিনে নিজেদের কার্যালয়ে বেশ কয়েকজন বিশেষ ভাবে সক্ষম, দৃষ্টিহীন ভাইকে আমন্ত্রণ জানায় এই সংস্থা। এদিন এই ভাইদের ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করিয়ে তাদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেয়। মামন চৌধুরীর নেতৃত্বে সংস্থার মহিলা সদস্যরা এই দৃষ্টিহীন ভাইদের যম দুয়ারে কাটা দিয়ে এদের মঙ্গল কামনায় ফোঁটা দেন।
সংস্থার সম্পাদক পার্থ অধিকারী জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছরই বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে। বেশ কয়েক বছর ধরে তারা বিশেষ ভাবে সক্ষম মানুষজনকে নিয়ে ভাইফোঁটা উৎসব করার মাধ্যমে সমাজে অসহায় মানুষের পাশে থাকার বার্তা দিয়ে চলেছেন। এদিন মধ্যমগ্রাম, দমদম, বিধাননগর প্রভৃতি এলাকা থেকে প্রায় ১৫ জন দৃষ্টিহীন ভাই এসেছিলেন এদিন ভাইফোঁটা উৎসবে। এই অভিনব অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুশি হন তাঁরা।

34 Views