ওয়েব ডেস্ক : কলকাতায় নয়, নদিয়া জেলার রানাঘাটের আহেলি অনুষ্ঠান গৃহে তিনদিন ধরে চলছে এক অনবদ্য ফটোগ্রাফি প্রদর্শনী। আয়োজক ‘দ্য ক্রিয়েটিভ আই ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি’। গত ১৪ সেপ্টেম্বর শনিবার এই প্রদর্শনী শুরু হয়েছে। চলবে আজ সোমবার রাত ৮টা পর্যন্ত। ‘দ্য ক্রিয়েটিভ ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি’র প্রতিষ্ঠাতা প্রবীণ ফটোগ্রাফার সৌগত লাহিড়ী জানান, দ্বাদশ বার্ষিক ফটোগ্রাফি প্রদর্শনীতে রয়েছে ৮ জন ফটোগ্রাফারের ৬২টি ছবি। দ্য ক্রিয়েটিভ আই -এর বার্ষিক ফটোগ্রাফি প্রদর্শনীর এবার ১২ বছর অর্থাৎ এবার দ্বাদশ বার্ষিক ফটোগ্রাফি প্রদর্শনী চলছে। মানুষ আসছেন। ছবি দেখছেন। উল্লেখ্য, কলকাতার বাইরে জেলায় ফটোগ্রাফি চর্চা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে দ্য ক্রিয়েটিভ আই-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ফটোগ্রাফি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বহু ফটোগ্রাফার।

62 Views