ওয়েব ডেস্ক : লোকসভা নির্বাচনের ‘মুখে ঘর ঘর গ্যারান্টি’ অভিযানের সূচনা করল কংগ্রেস। বুধবার উত্তর-পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে এই গ্যারান্টির সূচনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এদিন এক সাংবাদিক সম্মেলনে খাড়্গে বলেন, এখান থেকে দেশকে আমরা বলতে চাই যে, আমরা যা বলি তাই করে দেখাই। আজ আমরা উত্তর-পূর্ব দিল্লিতে কংগ্রেসের গ্যারান্টি কার্ড বিলি করতে এসেছি। আমাদের বার্তা হলো, কংগ্রেসের ৫টি গ্যারান্টির অধীনে আমরা ২৫টি গ্যারান্টি পূরণ করব। তিনি বলেন, আমাদের কর্মীরা দরজায় দরজায় যাবেন এবং কংগ্রেসের গ্যারান্টি কার্ড বিলি করবেন। আমাদের উদ্দেশ্য, আমরা মানুষের জন্য কি করব এবং কেন দেশে ইন্ডিয়া জোট সরকার গড়ে তোলা হবে, তা আমাদের কর্মীরা মানুষের কাছে বলবেন। তিনি আরও বলেন, কর্নাটকে নির্বাচনের সময়ে এমন গ্যারান্টি কার্ড বিলি করা হয়েছিল। এই গ্যারান্টির সুফল মানুষ পেতে শুরু করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে খাড়্গে বলেন, ক্ষমতায় আসার আগে মোদি বলেছিলেন প্রতিবছর দু’ কোটি চাকরি নিশ্চিত করবেন, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা জমা করবেন এবং কৃষকদের আয় দ্বিগুন করবেন। কিন্তু কিছুই করেননি তিনি। তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি যে, আমাদের সরকার সবসময় মানুষের জন্য কাজ করছে, করবে এবং সবসময়ই করে যাবে। তাঁর অভিযোগ, বিরোধীদের, বিশেষ করে সবচেয়ে বড়ো বিরোধী দল কংগ্রেসকে হুমকির মুখে রেখেছে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন সরকার। দলের তহবিল লুঠ করছে এবং দেশের গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে সরকার। উল্লেখ্য, দেশ জুড়ে কমপক্ষে ৮ কোটি পরিবারে এই গ্যারান্টি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে কংগ্রেস।

120 Views