ওয়েব ডেস্ক : নাগাল্যান্ডের ৮ জেলায় এবং ৫ জেলার ২১টি থানা এলাকায় আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট ১৯৫৮ বা সশস্ত্র বাহিনীর (বিশেষ ক্ষমতা) আইন-এর মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। এ বছরের ১ এপ্রিল থেকে ৬ মাসের জন্য ওইসব এলাকাকে ‘অশান্ত এলাকা’ হিসাবে ঘোষণা করে এই মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে ফের বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার না করা পর্যন্ত এই আইন ওইসব এলাকায় কার্যকর থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে যে, নাগাল্যান্ডের ডিমাপুর, নিউল্যান্ড, চুমুকেদিমা, মন, কিফিরে, নকলাক, ফেক এবং পেরেন জেলায় পরবর্তী ৬ মাসের জন্য আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়াও আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছে নাগাল্যান্ডের ৫টি জেলার ২১টি থানা এলাকায়। এরমধ্যে রয়েছে জুনহেবোটো এবং মোকোকচুং জেলার প্রতিটির ৬টি থানা, কোহিমার ৫টি থানা, ওখার ৩টি থানা এবং লংলেং জেলার ইয়াংলোক থানা। নাগাল্যান্ড রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও পর্যালোচনা করে কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে বলে খবর। উল্লেখ্য, আফস্পা সশস্ত্র বাহিনীকে ওয়ারেন্ট ছাড়াই একজন ব্যক্তিকে গ্রেপ্তার, ওয়ারেন্ট ছাড়াই তার বাড়ি বা অফিসে প্রবেশ ও তল্লাশি করার ক্ষমতা-সহ আরও বেশ কিছু ক্ষমতা দিয়েছে।