আশিস কুমার ঘোষ, হাওড়া

এক যুগান্তকারী চিকিৎসার মাধ্যমে সাফল্যের নজির গড়ল নারায়ণা হাসপাতাল হাওড়া। জীবন পরিবর্তনকারী ট্রান্সক্যাথেটার ক্লোজার প্রয়োগের মাধ্যমে সাইনাস ভেনোসাস এএসডি এবং অস্বাভাবিক পালমোনারি ভেইন ড্রেনেজের জন্য এক শিশুর সফল চিকিৎসা করল এই হাসপাতাল। এই জটিল প্রক্রিয়ায় ১২ / ৪৯ মিমি আকারের কভার্ড স্টেন্ট সঠিকভাবে স্থাপন করা হয়েছে, যা পরিচালনা করেছেন নারায়ণা হাসপাতালের কনসালটেন্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডাঃ জয়িতা নন্দী দাস। এই প্রক্রিয়া শুধুমাত্র নারায়ণা হাসপাতালের উন্নত চিকিৎসা দক্ষতাকে প্রদর্শন করেনি, বরং শিশুদের কার্ডিওলজিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এই সাফল্য নবীন রোগীদের জন্য আশার আলো এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করবে বলে দাবি করছে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েভডাঃ জয়িতা নন্দী দাস জানান, ‘এই কেসটি শিশুদের কার্ডিওলজিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এত ছোট এক শিশুর উপর এত জটিল প্রক্রিয়া কমপ্লেক্স মিনি ইনভেসিভ টেকনিকের মাধ্যমে সম্পন্ন করা এক নতুন পর্যায়ের চিকিৎসা। আমাদের দলের পুরো প্রচেষ্টার জন্য আমি গর্বিত এবং শিশুটির সুস্থতার জন্য আমরা অত্যন্ত খুশি।’

প্রাথমিকভাবে শ্বাসকষ্ট এবং মাঝে মাঝে হৃৎস্পন্দনের সমস্যা নিয়ে নারায়ণা হাসপাতাল হাওড়ায় এক শিশুকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন তার অভিভাবকরা। ওড়িশার বাসিন্দা ওই শিশুর বয়স ৭ বছর এবং ওজন ২৩ কেজি। সিটি অ্যাঞ্জিওগ্রাম এবং বেলুন অক্লুশন-এর মতো একাধিক মূল্যায়নের পর চিকিৎসকরা ট্রান্সক্যাথেটার পদ্ধতির মাধ্যমে ত্রুটিটি বন্ধ করার সম্ভাব্যতা নির্ধারণ করেন। স্টেন্টটি সফলভাবে স্থাপন করা হয় এবং ত্রুটিটি সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং পুরো প্রক্রিয়াটি মসৃণ এবং নির্বিঘ্ন ছিল। এরপর শিশুটি দ্রুত এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং সার্জারির মাত্র দুই দিন পর হাসপাতাল থেকে ছাড়া পায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই কেসটি শুধু শিশুটির কম বয়স এবং কম ওজনের কারণে কারিগরি চ্যালেঞ্জ নয়, বরং পূর্ব ভারতে একটি অন্যতম পথপ্রদর্শক প্রক্রিয়া হিসেবে গন্য করা হয়।

এদিন নারায়ণা হাসপাতাল, হাওড়ার পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের ক্লিনিক্যাল লিড ও সিনিয়র কনসালটেন্ট ডাঃ অমিতাভ চট্টোপাধ্যায় মন্তব্য করেন, ‘এই সাফল্য আমাদের সেই লক্ষ্যের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করে যে, আমরা সকলের জন্য সহজলভ্য এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদান করব। আমরা ডাঃ জয়িতা নন্দী দাস এবং তার দলকে এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই এবং আমাদের রোগীদের সেরা ফলাফল প্রদানে সর্বশেষ প্রযুক্তি এবং দক্ষতায় বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

নারায়ণা হাসপাতাল, হাওড়ার ফ্যাসিলিটি ডিরেক্টর তপনী ঘোষ বলেন, ‘আমরা গর্বিত যে, আমাদের ৩০ জনের বেশি বিশেষজ্ঞদের দল আছে। যারা চিকিৎসা শ্রেষ্ঠত্বের সীমা ক্রমাগত প্রসারিত করছে এবং প্রতিটি স্বাস্থ্যসেবার চাহিদার জন্য উপযুক্ত সমাধান প্রদান করতে পারে। এই কেসের সাফল্য আমাদের প্রতিশ্রুতি তুলে ধরে যে, আমরা আমাদের রোগীদের বয়স এবং স্বাস্থ্য পরিস্থিতি নির্বিশেষে অত্যাধুনিক এবং সহানুভূতিশীল যত্ন প্রদান করছি।’ এই শিশুর ক্ষেত্রে সাইনাস ভেনোসাস এএসডির সফল ট্রান্সক্যাথেটার ক্লোজার নারায়ণা হাসপাতালের শিশুদের কার্ডিওলজি উন্নয়নের প্রতি নিষ্ঠা এবং শ্রেষ্ঠ যত্ন প্রদানের প্রতিশ্রুতি তুলে ধরে। নারায়ণা হাসপাতাল, হাওড়া সর্বোচ্চ মানের চিকিৎসা ও সেবার নিশ্চয়তা প্রদান করে। প্রতিটি রোগীকে সেরা যত্ন ও সহায়তা প্রদান নিশ্চিত করে।

66 Views