আশিস কুমার ঘোষ, কলকাতা

গত ৯ জুলাই ছিল আন্তর্জাতিক ফ্যাশন ডে। এই দিনটি স্মরণীয় করে রাখতে গত ১৫ জুলাই কলকাতায় মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্যের হিন্দি ছবি মেরি সখী। গোল্ডেন মেলোডির প্রযোজনায় বিশিষ্ট চিত্রপরিচালক মিহির উপাধ্যায় এই ডকুমেন্টারি হিন্দি ফিল্মটি নির্মাণ করেন। ছবির কাহিনীকার অরুণ গৌরি সারিয়া। ছবির মুখ্য ভূমিকায় আছেন শেফালী সাহ। পরিচালক মিহিরবাবু কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, নারীদের নানা ধরনের পোশাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ পোশাক হলো শাড়ি। বিশেষ করে বাঙালি নারীরা শাড়িতেই কম্ফোর্টেবল। তাই নারী আর শাড়ি উভয়ে উভয়ের সখী। এই ভাবনাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক।

83 Views