আশিস কুমার ঘোষ, নিউটাউন, কলকাতা

রাজারহাট নিউটাউন উপনগরীতে এলিট শ্রেণীর মানুষের বাস, এই এলাকার মানুষদের এতদিন পুজোর আনন্দ উপভোগ করতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ছুটতে হতো। তাই মাত্র তিন বছর আগে এরা নিজেরাই শুরু করলেন সার্বজনীন দুর্গোৎসবের। এরই মধ্যে কলকাতা তথা রাজ্যের মধ্যে সাড়া ফেলেছে নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো। সকলের উৎসুক নজর এখন নিউটাউন সিটি স্কোয়ারের পুজোর দিকে। খুঁটিপুজোর মধ্য দিয়ে তারই শুভ সূচনা হয়ে গেল শনিবার উল্টোরথের শুভক্ষণে। অসংখ্য নিউটাউনবাসী তো বটেই, পার্শ্ববর্তী এলাকায় মানুষজনের উদ্দীপনাও ছিল লক্ষণীয়।

তিন বছরে এসে নিউটাউন সার্বজনীনের দ্বার সারা বিশ্বের কাছে খুলে গেল তাদের ওয়েবসাইটের মাধ্যমে। এদিন তারও সূচনা হয়। প্রাক্তন আইপিএস ও সমিতির মুখ্য উপদেষ্টা বানীব্রত বসু এই ওয়েবসাইট উদ্বোধন করেন। সেতার বাদন ও অনিন্দ্য সুন্দর নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের বরণ করা হয়। উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জী, অভিনেত্রী অপরাজিতা আঢ্য, মানসী সিনহা, চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার, মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী প্রমুখ। সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত কর জানান, শিল্পী অনির্বাণ দাসের ভাবনায় সূদ্রকের মৃচ্ছকটিকম্ এবারের পুজোর থিম। গতবছরও এই শিল্পীর ভাবনায় কোমল গান্ধার এলাকায় সাড়া ফেলেছিল।

72 Views