আশিস কুমার ঘোষ, কৃষ্ণনগর

‘মহিলা স্বশক্তিকরণ, সমৃদ্ধ দেশ এবং গঙ্গাকে পরিচ্ছন্ন’ রাখার বার্তা দিয়ে নির্মল গঙ্গা অভিযান শুরু করেছে বিএসএফের মহিলা জওয়ানরা। গত ২ নভেম্বর উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে এই অভিযান শুরু করেছেন তারা। আগামী ২৪ ডিসেম্বর গঙ্গাসাগরে তাদের অভিযানের সমাপ্তি ঘটবে। জানা গিয়েছে, ২০ জন বিএসএফ মহিলা জওয়ান ‘মহিলা স্বশক্তিকরণ, সমৃদ্ধ দেশ এবং নির্মল গঙ্গা’র বার্তা দিয়ে এই অভিযানে অংশ নিয়েছেন I এই মহিলা জওয়ানরা গঙ্গার ওপর দিয়ে নৌকায় যাচ্ছেন। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে বিএসএফ সৈনিক এবং অফিসাররা তাদেরকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছেন I সোমবার কৃষ্ণনগরের কাছে গঙ্গার ঘাটে মহিলা জওয়ানদের স্বাগত জানায় বিএসএফ-এর আধিকারিকরা ও জওয়ানর। বিএসএফের কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টার ডিআইজি সঞ্জয় কুমারের উদ্যোগে এই অভিযানে অংশগ্রহণকারী মহিলা এবং পুরুষ সেনা জওয়ানদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে বিশেষ ভাবে স্বাগত জানানো হয় I পাশাপাশি ১৬১ নম্বর ব্যাটেলিয়ান-এর পক্ষ থেকে পাটুলি গঙ্গার পাশে খেলার মাঠে একটি অস্থায়ী ক্যাম্প করে সেখানে তাদের স্বাগত জানানো হয় I মহিলা জওয়ানরা তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন I অভিযানে অংশ নেওয়া মহিলা জওয়ানদের স্বাগত জানানোর জন্য ভিড় জমান এলাকাবাসীরাও। বিএসএফের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

38 Views