শান্তনু চ্যাটার্জি, অশোকনগর

এখন বেশিরভাগ ছেলেমেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। চোখ সরে গিয়েছে বই থেকে। তাই পড়ুয়াদের বইমুখী করার লক্ষ্যে ‘বিদ্যালয়ে বইমেলা ২০২৪’-এর আয়োজন করল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক স্কুল। সোমবার সকালে এই বই মেলার সূচনা হয়েছে। বইমেলার পাশাপাশি শুরু হয়েছে ছাত্র-ছাত্রী পরিচালিত ও পরিবেশিত প্রদর্শনী। বই মেলা ও প্রদর্শনী চলবে ৫ অক্টোবর শনিবার পর্যন্ত। এছাড়াও রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, সেমিনার এবং মরণোত্তর দেহদান ও অঙ্গদান কর্মসূচি। পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার বিষয় রাখা হয়েছে একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য, শরৎকাল, যে কোনও একটি মেলার দৃশ্য, একটি উৎসব এবং একটি বর্ষন মুখর দিন। ছয় দিনের বই মেলা ও প্রদর্শনীর বিভিন্ন দিনের থিম হলো রবীন্দ্র মননে সোনার তরী, সমাজ ও নারী শিক্ষা, অহিংসা ও বাপুজী, পথের পাঁচালীর আলোকে, সম্প্রীতির নজরল এবং রূপসী বাংলা। গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অমিত কুমার সরকার জানিয়েছেন, বই মেলা ও প্রদর্শনীতে গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের পড়ুয়ারা সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ৩টে পর্যন্ত ঢুকতে পারবে। অন্যদিকে, অন্য স্কুলের পড়ুয়ারা এবং সাধারণ মানুষ ঢুকতে পারবে বেলা সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এছাড়াও তিনি জানান, আগামী বুধবার গান্ধি জয়ন্তীর দিন সবার জন্য সারাদিন এই বই মেলা ও প্রদর্শনী খোলা থাকবে।

71 Views