ওয়েব ডেস্ক : ধারাপাত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত পুলিনকৃষ্ণ দাসের জন্মদিন উদযাপন এবং হাবরা সিএসএ পরিচালিত হাবরা ক্রিকেট একাডেমির পুরস্কার বিতরণী ও বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। গত শনিবার বিকেলে হাবরা গার্লস হাইস্কুলে এই অনুষ্ঠান হয়। ওইদিন প্রদীপ  প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী দেবদাস চ্যাটার্জি এবং সাংবাদিক পলাশ মুখোপাধ্যায়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রঞ্জিত দাস। এরপর স্বাগত ভাষণ দেন ধারাপাত পত্রিকার বর্তমান সম্পাদক তথা হাবরা ক্রিকেট একাডেমীর কর্ণধার উদয় শঙ্কর দাস। পরবর্তীতে ধারাপাত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং হাবরা ক্রিকেট একাডেমির প্রাণপুরুষ প্রয়াত পুলিনকৃষ্ণ দাসের প্রতিকৃতিতে মাল্যদান করেন হাবরা পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। উপস্থিত অতিথিরাও পুলিনকৃষ্ণ দাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রয়াত পুলিনকৃষ্ণ দাস সম্পর্কে স্মৃতিচারণ করেন পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, উপপুরপ্রধান সিতাংশু দাস, কাউন্সিলার দীপক দে, কাঞ্চন ঘোষ, সমাজসেবী দেবদাস চ্যাটার্জি, সাংবাদিক পলাশ মুখোপাধ্যায়, পাঁচুগোপাল হাজরা, হাবরা সিএসএ-র যুগ্ম সম্পাদক বাবু পোদ্দার, এএসএ- র সভাপতি সুভাষ কুন্ডু-সহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একাডেমির শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করেন। এরপরে গ্রুপ ড্যান্স পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন সাংবাদিক অমর চক্রবর্তী, অপর্ণা ব্যানার্জি প্রমুখ। এদিন একাডেমির পক্ষ থেকে সিএবি আম্পায়ারস কমিটির চেয়ারম্যান, সফল ক্রিকেট কোচ এবং সফল ক্লাব কোচ প্রসেনজিৎ ব্যানার্জি এবং সিএবি অবজার্ভার কমিটির চেয়ারম্যান, সফল ক্লাব কোচ শ্রীমন্ত কুমার মল্লিককে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা গ্রহণের পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন প্রসেনজিৎ ব্যানার্জি এবং আবৃত্তি করেন শ্রীমন্ত কুমার মল্লিক। এছাড়াও এদিন ছিল একাডেমির শিক্ষার্থীদের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার পেয়েছে- রাজ মন্ডল (অনূর্ধ্ব ১৩) বেস্ট ফিল্ডার অফ দা ইয়ার, রামিজ মন্ডল (অনূর্ধ্ব ১৩ ) বেস্ট উইকেট কিপার অফ দা ইয়ার, জ্যোতি বিশ্বাস (অনুর্ধ ১৩) বেস্ট বোলার অব দ্য ইয়ার, রনিত দে (অনূর্ধ্ব ১৩) বেস্ট ব্যাটার অব দ্য ইয়ার, দ্যুতিপ্রোভ পাল (তোজো) ( অনূর্ধ্ব ১৩ ) বেস্ট অলরাউন্ডার অফ দা ইয়ার, মানস পাল (অনূর্ধ্ব ১৫) বেস্ট ফিল্ডার অফ দা ইয়ার, দেবজিৎ পাল (অনূর্ধ্ব ১৫) বেস্ট উইকেট কিপার অফ দ্যা ইয়ার, রূপম মন্ডল (অনূর্ধ্ব ১৫) বেস্ট বোলার অফ দা ইয়ার, ঈশান বণিক (অনূর্ধ্ব ১৫) বেস্ট ব্যাটার অফ দা ইয়ার, জিতেন্দ্র যাদব (অনুর্ধ ১৫) বেস্ট অলরাউন্ডার অফ দা ইয়ার, অংকন সাহা – বেস্ট ফিল্ডার অফ দা ইয়ার, অর্ণব রায় – বেস্ট উইকেট কিপার অফ দা ইয়ার , মোহাম্মদ রিজওয়ান আহমেদ বেস্ট বলার অফ দা ইয়ার, বিক্রম ঘোষ – বেস্ট ব্যাটার অফ দা ইয়ার, আকাশ মন্ডল – বেস্ট অলরাউন্ডার অব দ্য ইয়ার, ঝুম্পা রায় – (মহিলা ক্রিকেটার) বেস্ট প্লেয়ার অফ দা ইয়ার, অঙ্কুশ সুর – (ছেলেদের ক্রিকেটে) বেস্ট প্লেয়ার অফ দা ইয়ার। অন্যদিকে মোহাম্মদ রবিউল ইসলাম পেলেন ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সম্মান। সবশেষে ছিল জাদু প্রদর্শনী ও গানের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সাংবাদিক সুদিন গোলদার, আশিস কুমার ঘোষ, শ্যামল চ্যাটার্জী, অনন্ত চক্রবর্তী, কাউন্সিলর কাকলি ঘোষ, বিশ্বজিৎ সাহা, হাবরা সিএসএ-র যুগ্ম সম্পাদক বিনয় দাস, অশোকনগর রেফারীজ এন্ড আম্পায়ারস অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু সরকার-সহ একাডেমির শিক্ষার্থীরা এবং অভিভাবকরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রসেনজিৎ রাহা ও প্রিয়া রাহা। সমাপ্তি ভাষণ দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান উদয় শংকর দাস।

135 Views