আশিস কুমার ঘোষ, হাবড়া

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসবের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় বানীপুরে প্রকাশিত হলো মননশীল সাহিত্য পত্রিকা ‘অমিয় প্রভা’র দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা। এদিন এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় অমিয় প্রভার রবীন্দ্র ভাবনা ও নববর্ষ বিশেষ সংখ্যা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন এলাকার নামী কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা। রবীন্দ্র ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা, আবৃত্তি, সঙ্গীত, কোলাজ, স্বরচিত কবিতা পাঠ-সহ ছিল সাহিত্যের আড্ডা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবীণ কবি গৌরাঙ্গ দাস। উপস্থিত ছিলেন ইতিহাস গবেষক বাসুদেব মুখোপাধ্যায়, রবীন্দ্র গবেষক অরবিন্দ দাস, সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক, তরুণ কবি অমিতাভ দাস, কবি- সাহিত্যিক সাংবাদিক সুদিন গোলদার, টুলু সেন, অর্চনা দে বিশ্বাস, শর্মিলা পাল, পত্রিকার সম্পাদক বাসুদেব সেন প্রমুখ। এই পত্রিকার পক্ষ থেকে অশোকনগর প্রেস ক্লাবকে পরিবেশ রক্ষার প্রতীক স্বরূপ একটি চারাগাছ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি বিষ্ণু সরকার।

22 Views