ওয়েব ডেস্ক : প্রকাশিত হলো বাচিক শিল্পী দেবব্রত চক্রবর্তীর দ্বিতীয় কাব্য সংকলন ‘তিলোত্তমা’। রবিবার বিকেলে অশোকনগর কচুয়ায় জয়জয়ন্তী অনুষ্ঠান গৃহে এই কাব্য সংকলনটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন কবি জয়দীপ চট্টোপাধ্যায়, অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের প্রধান শিক্ষক মনোজ ঘোষ, কল্যাণগড় বিদ্যামন্দির স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন দেব প্রমুখ। উল্লেখ্য, কবি জয়দীপ চট্টোপাধ্যায় বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম পুরুষ। এদিন গ্রন্থ প্রকাশের পাশাপাশি এই অনুষ্ঠানে এক সেনা জওয়ান সুব্রত চক্রবর্তীকে সংবর্ধিত করা হয়। এদিন তিলোত্তমা কাব্য সংকলনের লেখক দেবব্রত চক্রবর্তী জানান, এই গ্রন্থে প্রকাশিত প্রতিটি অক্ষর তার নিজের অতি যত্নের এবং প্রতিটি লেখা সামাজিক অবক্ষয়ের আয়না। বইপ্রেমী মানুষকে এই বইটি একবার পড়ে দেখার জন্য অনুরোধ জানান তিনি। পাশাপাশি এই গ্রন্থ প্রকাশে সহযোগী সকলকেই আন্তরিক ধন্যবাদ জানান।

ছবি : সুজিত দাস

115 Views