ওয়েব ডেস্ক : আজীবন সংগ্রামী, সমাজবাদী নেতা স্বরাজ বন্ধু ভট্টাচার্যের জীবনী গ্রন্থ ‘সংগ্রামী জীবনের প্রতীক স্বরাজ বন্ধু’ প্রকাশিত হলো। গত ১৪ জুন কলকাতার হিন্দ মজদুর সভা গৃহে এক মহতী অনুষ্ঠানে এই গ্রন্থ প্রকাশিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সমাজবাদী নেতা অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহা। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সমাজবাদী নেতা কিরণময় নন্দ, সারা ভারত এলআইসি এমপ্লয়িজ ইউনিয়নের প্রাক্তন সহসভাপতি, সমাজবাদী নেতা সুনীল ধর চৌধুরী, ড. সজল বসু, দিলীপ চ্যাটার্জি, চিত্ত সেন প্রমুখ। স্বরাজ বন্ধু ভট্টাচার্যের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মনীষা ভট্টাচার্য। তিনি এই গ্রন্থ প্রকাশের জন্য স্বরাজ বন্ধু ভট্টাচার্য মেমোরিয়াল কমিটিকে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। ‘সংগ্রামী জীবনের প্রতীক স্বরাজ বন্ধু’ গ্রন্থটির সম্পাদক হিমাংশু দাস এই অনুষ্ঠানের সূচনা করেন। সময় উপযোগী সঙ্গীত পরিবেশন করেন শিখা মিত্র। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন অম্লান ভট্টাচার্য। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কৃষ্ণ চট্টোপাধ্যায়।
89 Views