আশিস কুমার ঘোষ, কলকাতা

স্বচ্ছতার সঙ্গে আয়কর প্রদান করা সচেতন নাগরিকদের কর্তব্য। রাষ্ট্রের উন্নয়নে সকল নাগরিকদেরই ভূমিকা আছে। অনেকেই আয়কর ফাঁকি দিতে অনেক অসদুপায় অবলম্বন করেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর স্ক্যানারে যখন সবটা ধরা পড়ে তখন অনেক টাকা পেনাল্টি দিতে হয়। এজন্য নাগরিকদের সচেতন হওয়া প্রয়োজন। জীবনে প্রতিষ্ঠিত হবার আগে যদি সচেতন হওয়া যায়, তাহলে ভবিষ্যৎ জীবন সুখকর হবে। পড়ুয়াদের সচেতন করতে এমন বার্তাই দিলেন আয়কর দপ্তরের কর্তারা। মঙ্গলবার সেন্ট জেভিয়ার্স কলেজে আয়কর দপ্তরের উদ্যোগে আয়োজিত সতর্কতা সচেতনতা প্রচার কর্মসূচিতে বক্তব্য রাখেন আয়কর দপ্তরের প্রিন্সিপাল কমিশনার ড.অম্লান ত্রিপাঠী, অতিরিক্ত মহাপরিচালক ভিজিলেন্স দেবাশীষ মজুমদার ও সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ রেভারেন্ট ফাদার ড. সাভিও ডোমিনিক। সেখানে পড়ুয়াদের এখন থেকেই সচেতন হওয়ার বার্তা দেন আয়কর কর্তারা। উল্লেখ্য, আয়কর বিষয়ে পড়ুয়াদের সচেতন করার লক্ষ্যে সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র-ছাত্রীদের এই সচেতনতা প্রচারে অংশগ্রহণ করানো হয়। আয়কর কর্তাদের দাবি, শিক্ষাঙ্গন থেকেই ছাত্রছাত্রীরা বড়ো হয়ে ভবিষ্যতে দেশ গঠনে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। তাই তাদের মধ্যে সচেতনতা আগে প্রয়োজন। অনুষ্ঠানে সেন্ট জেভিয়ার্স কলেজের ৫০০-এর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বক্তারা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কৌতুহলী প্রশ্নের সহজভাবে উত্তর দেন।

49 Views