ওয়েব ডেস্ক : বেশ কিছুদিন অসুস্থতার পরে প্রয়াত হলেন অশোকনগর কল্যাণগড় পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান তথা অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক মনীষী মোহন নন্দী। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ছিলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার একজন নেতা। যদিও শিক্ষক, রাজনীতিবিদ এই দুই পরিচয়ের বাইরে তাঁর তৃতীয় পরিচয়, তিনি অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির স্রষ্টা। ২০০০ সালে তার মস্তিষ্কপ্রসূত শিশু উৎসবের সূচনা হয়। এই উৎসব এখন উত্তর ২৪ পরগনা জেলা তথা রাজ্যের বুকে সমাদৃত। শিশু উৎসব কমিটির উদ্যোগে সারা বছর ধরেই বিভিন্ন প্রতিযোগিতা, দেয়াল অঙ্কন, নাটক প্রশিক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মনীষীদের জন্মদিন পালন-সহ বহুবিধ কর্মকাণ্ড পরিচালিত হয়। মৃত্যুর আগে পর্যন্ত শিশু উৎসব কমিটিকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে গিয়েছেন অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির সভাপতি মনীষী মোহন নন্দী। আজ সোমবার ভোররাতে তিনটে পাঁচ মিনিটে নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল ১০টা নাগাদ তার মৃতদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হয় অশোকনগর কচুয়া মোড়ে শিশু উৎসব কমিটির অফিসের সামনে। সেখানে তার মরদেহে মাল্যদান করেন সমাজের সর্বস্তরের মানুষ। মাল্যদান করেন অশোকনগর কল্যাণগড় পুরসভার উপপুরপ্রধান ধীমান রায়, পুরপ্রধান পারিষদ সদস্য সমীর দত্ত, কংগ্রেস নেতা সুহাস ভট্টাচার্য, শিশু উৎসব কমিটির পক্ষে হিমাংশু দাস, বিজন ভট্টাচার্য, হরিদাস কর, ডা. সুজন সেন, প্রয়াত নেতার পুত্র ভাস্কর নন্দী, কবি পাঁচুগোপাল হাজরা, অশোকনগর প্রেস ক্লাবের সভাপতি প্রলয় কুমার দত্ত, শিশু উৎসব কমিটির সম্পাদক তনয় মজুমদার-সহ অসংখ্য গুণমুগ্ধ।
47 Views