আশিস কুমার ঘোষ, কলকাতা

বর্তমানে চল্লিশোর্ধ্ব বহু পুরুষকে প্রোস্টেটের সমস্যায় পড়তে হচ্ছে। যে কারণে ইউরোলজিস্টদের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। দক্ষিণ কলকাতার আর জি স্টোন ইউরোলজি এণ্ড ল্যাপারোস্কপি হসপিটাল কিডনি ও মূত্রনালীর সমস্যা সফল ভাবে সমাধান করে আসছে। সম্প্রতি প্রোস্টেট অপারেশনের ক্ষেত্রে মাইলিপ পদ্ধতিতে অত্যাধুনিক ১৫০ ওয়াট সম্পন্ন হলমিয়াম লেজার মেশিন এনেছে প্রোস্টেট অপারেশনের জন্য, যেটা পূর্ব ভারতে এই প্রথম। মাত্র ১৫ দিন আগে আনা হয়েছে এই মেশিন। এপর্যন্ত ১০ জনের সফল অস্ত্রোপচার করা হয়েছে এই পদ্ধতিতে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট ইউরোলজিস্ট ডাঃ অমিতাভ মুখার্জি ও ডাঃ অরিন্দম দত্ত জানান, আগেকার লেজার মেশিন থেকে এই মেশিন অনেকটা ছোট, ফলে অপারেশনের ক্ষেত্রে যন্ত্রণা এবং রক্তক্ষরণ তুলনায় অনেক কম। রোগীও তাড়াতাড়ি সুস্থ্ হয়ে উঠছেন

455 Views