আশিস কুমার ঘোষ

স্কুলের শিক্ষিকা শ্যামাশ্রী কুন্ডু রিয়ালিটি শো-এর প্রতিযোগী। এই গৌরবে অশোকনগর ছালারহাট চণ্ডীগাছা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে পালিত হলো তাঁর জন্মদিন। ছাত্রছাত্রীরা নিজেরাই চাঁদা তুলে কেক কেটে উপহার সামগ্রী তুলে দিয়ে আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটিয়ে দিলো একটা দিন। শিক্ষিকা শ্যামাশ্রী নিজেও খুব আপ্লুত শিক্ষার্থীদের এই উদ্দীপনা দেখে। এদিন স্কুলের মিড ডে মিলের পরিবর্তে শিক্ষিকা নিজেই ছাত্রছাত্রীদের মাংসভাত খাওয়ালেন। খুশি স্কুলের প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মাত্র ৭ মাস আগে শ্যামাশ্রী এই স্কুলে যোগদান করেন। আমি ২০১৪ সাল থেকে এখানকার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। আগে বিদ্যালয়ের স্কুলছুট ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়ে যাচ্ছিল। শ্যামাশ্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে জী বাংলা সারেগামাপা অডিশনে অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীরা টিভির পর্দায় মুখ দেখতে পেরে খুবই আনন্দিত। এজন্য স্কুলছুট ছাত্রছাত্রীর সংখ্যা কমে গিয়ে বরং ভর্তির সংখ্যা বেড়ে গেছে। আগামী শিক্ষাবর্ষে এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন শুরু হচ্ছে। ছাত্রছাত্রীদের প্রতি শ্যামাশ্রী ম্যাডামের অশেষ স্নেহ সকলকে মুগ্ধ করেছে। তাই ম্যাডামের জন্মদিনে ছাত্রছাত্রীদের এই অভিনব আয়োজন ।

123 Views