আশিস কুমার ঘোষ, কলকাতা

সমাজের এলিট মানুষদের জীবন জীবিকা নিয়ে বড়পর্দায়, ছোটপর্দায় ধারাবাহিক ভাবে বহু কাহিনী পরিবেশিত হয় প্রতিনিয়ত। কিন্তু ফুটপাতে যারা বাস করে তাদের জীবন-জীবিকা, শখ-আহ্লাদ, ব্যাথা-বেদনা নিয়ে ছবি করার কথা ক’জন পরিচালক ভাবেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক জুটি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির ছবি ফুটপাথবাসীদের জীবন কাহিনী নিয়ে অরোরা ফিল্ম কর্পোরেশনের নিবেদন ‘মন পতঙ্গ’ বড়পর্দায় মুক্তি পাচ্ছে আগামী ১৩ ডিসেম্বর। বুধবার সন্ধ্যায় এই ছবির পোস্টার ও ট্রেলার লঞ্চ হল সেই ফুটপাতেই। কলকাতা লেনিন সরণিতে ব্যস্ততম ফুটপাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ছবির প্রযোজক অঞ্জন বসু ছবিতে অংশগ্রহণকারী ফুটপাতবাসীদের হাতে তুলে দিলেন মশারি ও কম্বল। ছবির পরিচালক জুটির কথায় ‘কলকাতার হৃদস্পন্দনে অনুরনিত যে আকাশ ছোঁয়ার বাসনা, যা একজন ফুটপাতবাসী থেকে একজন কোটিপতি সকলকে অস্থির করে রাখে, অনৈতিক করে তোলে কখনও, কখনও সুবিধাভোগী, কখনওবা হিংস্র করে তোলে সেই জ্বলন্ত কামনার প্রতিচ্ছবি আমাদের এই ছবি।’

একে অপরকে ভালোবেসে মৃত্যুর ভয়ে একটি মুসলিম ছেলে এবং একটি হিন্দু মেয়ে গ্রাম থেকে শহরে পালিয়ে আসে। হাজার হাজার পরিযায়ী মানুষের মতো তাদেরও ফুটপাতে জীবন শুরু হয়। এই ফুটপাতের ধারেই এক বিলাসবহুল আসবাবের দোকানে একটি সিংহাসন আকৃতির চেয়ার দেখে তারা সেটাতে রাজা রানীর মতো একবার বসতে চায়। কিন্তু ওদের সামাজিক পরিচয় ওদের সেই স্বপ্ন সত্যি হতে দেয় না। নিজেদের অবস্থানকে ওই স্বপ্নের যোগ্য করে তুলতে শুরু হয় তাদের নতুন অভিযান। নানান রকম সুবিধাভোগী মানুষ, দেশ থেকে উচ্ছেদ হয়ে যাওয়ার ভয়, প্রতিনিয়ত ব্যবহৃত হওয়ার আশঙ্কা আর সোশ্যাল মিডিয়াতে ছড়াতে থাকা ভুয়ো খবরে বেশ টালমাটাল একসময়ের মধ্যে নিজেদের নতুন করে খুঁজে পেতে চায় ওরা। কিন্তু কি হয় শেষ পর্যন্ত সেই গল্প শোনাবে এই ছবি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস, জয় সেনগুপ্ত , নবাগত শুভঙ্কর মোহন্তা, বৈশাখী রায়, অমিত সাহা, তন্নিষ্ঠা বিশ্বাস , জনার্দন ঘোষ , ত্রিবিক্রম ঘোষ, অনিন্দ্য রায় প্রমুখ। এছাড়া অনেক সত্যিকারের পথবাসী মানুষ, পথশিশুরাও এই ছবির অন্যতম অংশ।

45 Views