অমর চক্রবর্তী, অশোকনগর

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কৃষ্টি, সংস্কৃতি, নাটকের শহর। অশোকনগর ফুটবলেরও শহর। অথচ সেই অশোকনগর থেকেই উঠে আসছে না নতুন ফুটবল প্রতিভা! যা নিয়ে ইতিমধ্যেই চিন্তিত ময়দানের ফুটবলপ্রেমিকেরা। সমরেশ চৌধুরী থেকে শংকর সাধু সৌরজিৎ দাস, সৌমেন দত্ত, অসীম বিশ্বাস, কার্তিক দত্ত,ভবাবিন বিশ্বাস তারপরেই যেন সাপ্লাই লাইনে ঘাটতি! প্রাণপণে নতুন প্রতিভা তৈরির চেষ্টাও চালিয়ে যাচ্ছেন সৌরজিৎ দাস-সহ বেশ কয়েকজন সিনিয়র কোচ। তবে গোড়ায় যে গলদ! ফুটবলের জনপ্রিয়তায় অনেকটাই থাবা বসিয়েছে ক্রিকেট। এত নৈরাশ্যের মধ্যেও এবারে নতুন আশার আলো এপিএ ক্লাবের উদ্যোগে ফুটবল ফ্রাঞ্চাইজি লীগ। আইএসএল-এর ধাঁচে ১০০ জন প্রতিভাবান প্লেয়ারকে নিয়ে হয়েছে নিলাম। যার মধ্যে ৭৭ জন প্লেয়ারকে কিনে নিয়েছে বিভিন্ন দল। রবিবার বিকেলে অভিনব এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।

জানা গিয়েছে, প্রতি শনি ও রবিবার দুটি করে খেলা অনুষ্ঠিত হবে এপিএ ক্লাব সংলগ্ন জনমঙ্গল মাঠে। এপিএ ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করছেন ফুটবলপ্রেমীরা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অশোকনগর অলিম্পিক কমিটির পক্ষে সঞ্জয় দাস। সঞ্জয়বাবু প্রশংসা করেন এই উদ্যোগের। তিনি বলেন, বিভিন্ন ক্রীড়া সংস্থা যখন সেভাবে ফুটবলের উন্নয়নে এগিয়ে আসছে না সে সময়ে এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। যদিও কর্দমাক্ত মাঠ কতটা ভালো ফুটবল খেলার সহায়ক হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উদ্যোক্তাদের তরফে আয়োজনে কোনও খামতি ছিল না। উদ্বোধনী অনুষ্ঠানে অশোকনগর প্রেস ক্লাবের সদস্যরা খেলোয়ারদের সঙ্গে মিলিত হন। প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করে এভারগ্রিন এবং ক্রিয়েশন। খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। তবে দর্শকদের উপস্থিতি বুঝিয়ে দিল এই ফ্রাঞ্চাইজি লীগ অবিলম্বে জনপ্রিয় হয়ে উঠবে।

149 Views