অভিরূপ চক্রবর্তী, অশোকনগর

অশোকনগর দুই নং স্কিম ফুটবল ময়দানকে ফের খেলাধুলার উপযোগী করে তুলতে হবে। দাবি জানাল অশোকনগর হাবরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। একটা সময় অশোকনগরের ফুটবল পরিচালিত হতো দু’নম্বর স্কিম ফুটবল মাঠ থেকেই। এই মাঠে বহু নামি দামি ফুটবলার খেলেছেন। এএসএ লীগ থেকে শুরু করে বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয়েছে এই মাঠে। অথচ একটা সময় এই মাঠ ধীরে ধীরে কৌলিন্য হারিয়ে ফেলে। এবারে ঐতিহ্যপূর্ণ এই মাঠের হাল ফেরাতে উদ্যোগ নিলেন প্রাক্তন ফুটবলার এবং কর্মকর্তারা। যার ফলে রবিবার এই মাঠেই সংগঠিত হলো অশোকনগর হাবরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিচালিত অনুর্ধ্ব ১০ বছর ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা।

এদিন এই ফাইনাল খেলায় হাবরা অ্যাথেলেটিক ফুটবল কোচিং সেন্টার টাই ব্রেকারে, অশোকনগর রাইজিং স্টার ফুটবল কোচিং সেন্টারকে পরাজিত করে বিজয়ীর সন্মান অর্জন করে। ফাইনাল খেলার সেরা খেলোয়ার নির্বাচিত হয় হাবরা অ্যাথেলেটিক ফুটবল কোচিং সেন্টারের রনবীর মল্লিক। এই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় অশোকনগর রাইজিং স্টার ফুটবল কোচিং সেন্টারের সৌমজিৎ ঘোষ। প্রতিযোগিতার সর্বাধিক গোলদাতা হয় হাবরা অ্যাথেলেটিক ফুটবল কোচিং সেন্টারের সোহম বাসফোর। এদিন এই ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন অশোকনগর কল্যাণগড় পুরসভার প্রাক্তন কাউন্সিলার অনুপ রায় এবং কাউন্সিলার সজল মালাকার। ভবিষ্যতে ২ নং স্কিম খেলার মাঠে খেলা পরিচালনার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দেন তাঁরা। এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় শঙ্কর সাধু, সৌরজিৎ দাস, মিঠুন দে-সহ অশোকনগর তথা বাংলার অনেক কৃতি প্রাক্তন ফুটবলার ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং মাঠের চারপাশের প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ।

194 Views