ওয়েব ডেস্ক : লোকসভা ভোটে বিভিন্ন পুরসভায় তৃণমূলের ফলাফল খারাপ হওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী সোমবার নবান্ন সভাগৃহে রাজ্যের পুরপ্রধান, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ বিভিন্ন অধিকর্তাদের নিয়ে নিয়ে বৈঠক করেন। সেখানেই বিভিন্ন সরকারি জমি এবং সম্পত্তি দখলদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সকালেই দেখা গেল অশোকনগরে একটি বন্ধ প্রাথমিক বিদ্যালয় দখল করে নির্মাণ কর্মী, শ্রমিকদের দিনযাপনের ছবি। এই ছবি উঠে এলো উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। নিত্যানন্দ প্রাথমিক বিদ্যালয় নামে স্কুলটি বছর কুড়ি আগে ছাত্র-ছাত্রীর অভাবে বন্ধ হয়ে যায়। সেই বন্ধ স্কুলেই দিব্যি ঘর-সংসার পেতে বসবাস করছেন ঝাড়খন্ড-সহ এ রাজ্যের বিভিন্ন এলাকার জনা কুড়ি নির্মাণ কর্মী ও রাস্তার শ্রমিক। রীতিমতো মশারি খাটিয়ে ঘুমোতে দেখা গেল তাদের। পাশাপাশি চলছে রান্নাবাড়ির ব্যবস্থা। ঝাড়খণ্ডের এক নির্মাণ শ্রমিক জানান, তাদের রাজ্যেও কোনও স্কুলে তারা এমন দৃশ্য দেখতে পান না। তবে স্কুলটি ভেঙেচুরে গিয়েছে। এখানে তাদেরও থাকার জন্য যথেষ্ট অসুবিধা হচ্ছে। ঠিকাদার তাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন বলে তিনি জানান। একইরকম ভাবে খুঁজে পাওয়া গেল বাগদার বাসিন্দা এক গৃহবধূকে। তিনি রান্নায় ব্যস্ত।

এই স্কুলের এক প্রাক্তন ছাত্র রীতিমতো প্রতিবাদ জানান এই দখলদারির। তার মতে এক সময় এই স্কুলের ছাত্র-ছাত্রীদের চিৎকার চেঁচামেচিতে ভরে উঠত এলাকা। শিক্ষার পরিবেশ ছিল, তারপরে ধীরে ধীরে ছাত্র-ছাত্রী কমে যায়। কিন্তু কমে যাওয়ার পরেও কোনওরকম হেলদোল ছিল না শিক্ষা দফতরের। স্কুলটি পুনরুজ্জীবিত করা বা এই স্কুল কম্পাউন্ডে অন্য কোনও স্বাস্থ্যকেন্দ্র বা অন্য কোনও কাজে লাগানো উচিত না হলে এভাবে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। পাশাপাশি বিভিন্ন অসামাজিক কাজও চলছে এই স্কুল চত্বরে। সবমিলিয়ে এই স্কুলটি নিয়ে সরকারি তরফে বা পুরসভার আরও ভাবনা-চিন্তা করা উচিত বলেই সকলের দাবি। এনিয়ে পুরপ্রধান প্রবোধ সরকার জানান, তারা জানেন যে বেশ কিছুদিন ধরেই অস্থায়ী শ্রমিকেরা ওই স্কুলে থাকছে। এ ব্যাপারে বারংবার শিক্ষা দফতরকে জানানো হয়েছে তারা কোনও ব্যবস্থা নেয়নি। এবারে পুরসভা বিকল্প কি কাজে স্কুলটি লাগানো যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেছে। এখন দেখার মুখ্যমন্ত্রীর সরকারি সম্পত্তি বেহাত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশের পরেও এইরকম ভাবে স্কুলটি পড়ে থাকে, না স্কুল নিয়ে নতুন কোনও ভাবনা চিন্তা শুরু করে অশোকনগর কল্যাণগড় পুরসভা।

131 Views