আশিস কুমার ঘোষ, কল্যাণগড়
বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপনের অঙ্গ হিসেবে শিক্ষা এবং প্রশাসনিক বিষয় নিয়ে শনিবার একটি সেমিনার সংগঠিত করল কল্যাণগড় বালিকা বিদ্যালয়। প্রদীপ প্রজ্জ্বলন করে এই আলোচনা সভার উদ্বোধন করেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের ডেপুটি সেক্রেটারি ড. পার্থ কর্মকার, উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয়সমূহের প্রাক্তন পরিদর্শক শুভজিৎ চট্টোপাধ্যায়, কল্যাণগড় বালিকা বিদ্যালয়ের সভাপতি বিকাশ দাস প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী রায় জানান, বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই অনুষ্ঠানটি তারই অঙ্গ। অশোকনগর এলাকার ২১টি বিদ্যালয়ে আলোচনা সভার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। দুই-একটি স্কুল বাদে অধিকাংশ স্কুলের শিক্ষক, শিক্ষিকা, প্রতিনিধিরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। মূল বক্তা পার্থ কর্মকার সঠিকভাবে বিদ্যালয় পরিচালনার বিষয়ে এবং সরকারি নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহ সকল শিক্ষকদের কি কি করা উচিত, কি কি করা উচিত নয় এসব নিয়ে সরকারি নির্দেশিকার প্রসঙ্গও তুলে ধরেন। সেগুলো সঠিকভাবে পালন করলে শিক্ষার পরিকাঠামো উন্নত হতে বাধ্য বলে উল্লেখ করেন তিনি।