আশিস কুমার ঘোষ, কলকাতা

ভারতের সুপ্রিম কোর্টের বিদগ্ধ আইনজীবী তথা ‘সর্বভারতীয় আইনী সহায়তা পরিষেবা’-র সর্বভারতীয় মহাসচিব জয়দীপ মুখার্জি-র উপস্থিতিতে বাংলা চলচ্চিত্র জগতের লব্ধপ্রতিষ্ঠিত অভিনেত্রী দেবশ্রী রায়-এর হাত থেকে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান ‘২৪’- এ সম্মানিত হলেন কলকাতার খ্যাতনামা ফটো আর্টিস্ট অনুপম হালদার সহ শিক্ষাবিদ মহুয়া ব্যানার্জী, সাংবাদিক রনিতা ঘোষাল, সংগীত পরিচালক কুশল চ্যাটার্জী ও সুধীর দত্ত , চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা সুমন গুহ ও রাজ কুমার পাল, সংগীত শিল্পী জেনিভা,অভিনেতা মানি সহ মানবিক পুলিশ সৌভিক চক্রবর্তী , পরিবেশবিদ অঙ্কুর শর্মা, সমাজ শান্তিকামী সংস্থা কে পি , ডেভিনিটি এবং শ্রীজৈন বিদ্যালয়। শনিবার মোট ১৯ জনকে সরলা মেমোরিয়াল হলে সম্মানীত করা হয়। সঙ্গীতশিল্পী সঞ্জয় চট্টোপাধ্যাযের গান ছিল গৌরব অনুষ্ঠানের এক সর্বময় গৌরব। মৌসুমী নায়েকের ফ্যাশন শো ছিল বর্ণময়।

82 Views