আশিস কুমার ঘোষ, বাণীপুর, উত্তর ২৪ পরগনা

বাণীপুরে জওহর নবোদয় বিদ্যালয়ে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCRT)-এর নির্দেশনায় অনুষ্ঠিত হচ্ছে দু’দিনের বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী। বিদ্যালয়ের অধ্যক্ষ বিপ্লব হাওলি জানান, ৫১তম এই বিজ্ঞান মেলায় নবোদয় বিদ্যালয় সমিতির পাটনা রিজিয়নের অন্তর্গত ২১টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনীর মাধ্যমে বিজ্ঞান ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে তাদের উদ্ভাবনী শক্তি বিকাশের সুযোগ পাচ্ছে। প্রায় ১০০টি মডেল এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। ছাত্রছাত্রীরা নিজেদের চিন্তা ভাবনা থেকে কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব এবং বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের জীবনযাত্রা আরও সহজ করা যায় মূলত সে বিষয়গুলো প্রদর্শনীতে তুলে ধরেছে। বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক ভারপ্রাপ্ত শিক্ষিকা অনিতা দাস জানান, বিচারকগণ বিচার বিবেচনা করে এখান থেকে বিজয়ীদের শংসাপত্র দেবেন এবং তারা পরবর্তীতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। অনুষ্ঠানে নবোদয় বিদ্যালয় সমিতির ২১টি স্কুল ছাড়াও স্থানীয় হাবরা, অশোকনগর ও মছলন্দপুরের ছাত্রছাত্রীরা এই মডেল প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।

74 Views