ওয়েব ডেস্ক : বিকেল থেকে বাতাসে ভেসে ছড়িয়ে পড়ছে ছাই। এই ছাই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে মধ্যমগ্রাম, নিউব্যারাকপুর ও বারাসাত অঞ্চলে। কোথাও আগুন লেগেছে বুঝতে পারলেও নিশ্চিত খবর না থাকায় আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। অবশেষে জানা গিয়েছে যে, মধ্যমগ্রামের দিগবেরিয়া তেঁতুলতলায় ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগেছে। আর তার ছাই বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে। যদিও কিভাবে ওই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। সূত্রের খবর, হঠাৎই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগে যায়। জমে থাকা বর্জ্য পদার্থের পাহাড়ে এখন আগুন। দাউ দাউ করে জ্বলছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বলে খবর। এরমধ্যে বারাসাত, নিউ ব্যারাকপুর, বিরাটি, বাদু, সাজিরহাট অঞ্চলে আকাশ থেকে ক্রমাগত ছাই পড়তে দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ।
100 Views