আশিস কুমার ঘোষ, কলকাতা
ডাবর গুলাবরী আয়োজিত বিউটি কনটেস্ট আইগ্লাম মিস্ এন্ড মিসেস গোলাপ পরী বেঙ্গল, নবম আইগ্লাম মিস্টার বেঙ্গল জুনিয়র বেঙ্গল ২০২৪ অনুষ্ঠিত হয়ে গেল কলকাতায়। এই বিউটি কনটেস্টে বিজয়ীরা হলেন প্রীতি জাগুয়ানী, পুতুল ধর, সিদ্ধার্থ সেহাল এবং প্রীত ওয়ালিয়া। শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ট্যালেন্টদের পরিচয় করিয়ে দিলেন আইগ্লামের প্রতিষ্ঠাতা ও পরিচালক দেবযানী মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও চিত্রশিল্পী মৌবনী সরকার।
105 Views