আশিস কুমার ঘোষ, কলকাতা

বাংলার মাটি সংস্কৃতি, সৃজনশীলতা গঠনমূলক কর্মের মাটি। এই বাংলায় বহু গুণীজন তাঁদের কর্মদক্ষতা, সফলতায় রাজ্য ছাড়িয়ে দেশ এবং দেশের বাইরে স্বীকৃতি লাভ করেছেন। সেই সফল ও যোগ্যতম ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিগ নিউজ সোশ্যাল মিডিয়া আগামী ১৩ জুলাই ভবানীপুরের সরলা মেমোরিয়াল হলে বিকেল ৫ টায় আয়োজন করতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সন্মান ‘২৪। অনুষ্ঠানের আহ্বায়ক দেবরাজ দে জানান,
প্রথমবারের এই সন্মান আমরা বিগ নিউজ সমাজের সাংস্কৃতিক, উদ্যোগপতি, সমাজসেবী, আলোকচিত্রী, চিকিৎসক, সংগীত পরিচালক, সংগীতশিল্পী, চলচিত্র পরিচালক এবং শিক্ষাবিদ-সহ বিভিন্ন ক্ষেত্রের সফল ও যোগ্য ব্যক্তিত্বদের হাতে অর্পণ করতে চলেছি ।
অভিনেত্রী দেবশ্রী রায়, অভিনেতা জয় ব্যানার্জী-সহ আরও অনেকের উপস্থিতিতে এই সম্মান প্রদানের সঙ্গে থাকছে সংগীতশিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের গান এবং বাংলার ট্র্যাডিশনাল ফ্যাশন শো।

145 Views