ওয়েব ডেস্ক : সরাসরি সাম্প্রদায়িক বিজেপিকে ভোট না দেওয়ার নিদান দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। মঙ্গলবার হাবরার আনোয়ারবেরিয়ায় একটি ইফতার সভায় তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে একথা বলেন তিনি। এদিন তিনি বলেন, সরাসরি কাকলিদিকে ভোট দিতে বলবো না। তবে কাকলিদি ভালো মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির বাংলায় রয়েছে তা ভারতবর্ষের অন্য কোনও রাজ্যে নেই উল্লেখ করে তিনি বলেন, সেই কারণেই সাম্প্রদায়িকতাকে রুখতে বিজেপিকে একটি ভোটও নয়। পাশাপাশি, নওসাদ সিদ্দিকীর তীব্র সমালোচনা করেন ত্বহা।

অন্যদিকে, এদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসা জঙ্গি চিঠির প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার বলেন, ব্যাপারটি স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো উচিত। পাশাপাশি চিঠির ভাষা বাংলা হওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। এই ইফতার সভায় ফুরফুরা শরীফের প্রধান ত্বহা সিদ্দিকী ছাড়াও ছিলেন তৃণমূল নেতা জাকির হোসেন, সংখ্যালঘু সেলের নেতা সিদ্দিক হোসেন, হাবরা পুরসভার সিআইসি সদস্য কাঞ্চন ঘোষ, কাউন্সিলর কাকলি ঘোষ প্রমুখ।

127 Views