শান্তনু চ্যাটার্জি, অশোকনগর
‘শোকের মিছিলে হেঁটে আমরাও ছুঁয়ে ফেলবো শুশ্রুষার হাত’, এমন আহ্বান রেখে ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য, প্রাক্তন সভাপতি প্রয়াত ডা: সৌমিত্র দত্তের স্মরণ সভা করল অশোকনগর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। রবিবার বিকেলে ক্লাব প্রাঙ্গণে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব-সহ সহনাগরিকদের উদ্যোগে আয়োজিত এই স্মরণ সভায় যোগ দিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। জনদরদী চিকিৎসক সৌমিত্র দত্ত গোরা নামেই পরিচিত ও জনপ্রিয় ছিলেন। অশোকনগরের বহু মানুষের কাছে তিনি ছিলেন ভগবান। নিজের বাসস্থান অশোকনগরকে ভালোবাসতেন তিনি। আর তাই কোনও প্রলোভন তাঁকে এলাকা ছাড়া করতে পারেনি। অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকা থেকে বহু কৃতী পড়ুয়া তাঁর আগে ও পরে চিকিৎসক হলেও নিজের এলাকার প্রতি ভালোবাসা তাঁর মতো অন্য কারও মধ্যে দেখা যায়নি।
জনদরদী চিকিৎসক সাধন সেনের পর তিনিই নিজের এলাকাকে ভালোবেসে নিজের এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে গিয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি প্রয়াত হন সকলের প্রিয় চিকিৎসক সৌমিত্র দত্ত বা গোরাদা। এদিন তাঁর স্মরণ সভায় বিভিন্ন বক্তার শ্রদ্ধা জ্ঞাপনে স্মৃতিচারণে এই প্রসঙ্গই বারবার উঠে এসেছে। ক্লাবের সদস্যরা ছাড়াও এদিন স্মরণ সভায় উপস্থিত ছিলেন ডা: নির্মল ভট্টাচাৰ্য, ডা: সমীরণ দাস, ডা: পুষ্পেন্দু সেনগুপ্ত, প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর, প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন পুরপ্রধান শর্মিষ্ঠা দত্ত, প্রয়াত চিকিৎসকের বন্ধু অরুণ মজুমদার, স্থানীয় কাউন্সিলার গনেশ ভট্টাচাৰ্য, প্রাক্তন কাউন্সিলার সিদ্ধার্থ সরকার (চণ্ডী), প্রয়াত চিকিৎসকের স্ত্রী জয়তী দত্ত ও কন্যা অংশুমিত্রা দত্ত, অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিশ্বনাথ বর্ধন, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান পরিষদ সদস্য কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ।