আশিস কুমার ঘোষ : ৩১ বছর বয়সী এক মহিলা দীর্ঘ কয়েক মাস ধরে তীব্র পেটব্যথার সমসায় ভুগছিলেন। তিনি এর আগে অন্য‌ত্র চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু অবস্থার কোনও উন্নতি হয়নি। এরপর তিনি নারায়ণা হাসপাতাল, বারাসাতে পরামর্শ নেন কনসালটেন্ট জিআই সার্জন ডাঃ প্রণয় গুপ্তর কাছে। পরীক্ষার পর জানা যায়, তিনি একটি বিরল জন্মগত পিত্তনালীর রোগে আক্রান্ত, যেখানে পিত্তনালীতে অস্বাভাবিক ফোলা ভাব দেখা দেয়। পিত্তনালী যেটি যকৃত থেকে ক্ষুদ্রান্ত্রে পিত্ত নিয়ে যায়, সেখানে এই অস্বাভাবিক সিস্ট তৈরি হয়। রোগীর ক্ষেত্রে ধরা পড়ে এক বিরল টাইপ ১সি কোলেডোকাল সিস্ট। উন্নত সার্জিক্যাল পদ্ধতির মাধমে সিস্টটি সফলভাবে অপসারণ করা হয় এবং পিত্ত নির্গমণের পথ পুনর্গঠন করা হয়। অস্ত্রোপচারের পর রোগী দ্রুত আরোগ্য লাভ করেন এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ।

রোগী এখন আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এবং তিনি তাঁর সঠিক রোগ নির্ণয় ও আরোগ্যের জন্য ডা: প্রণয় গুপ্ত এবং তাঁর টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘অনেক চিকিৎসা করিয়েও কোনও উপশম পাইনি । কী সমস্যা হচ্ছে, তা না জেনেই আমাকে কষ্ট নিয়ে বাঁচতে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি ডা: গুপ্ত এবং নারায়ণা হাসপাতালের পুরো টিমের কাছে চিরকৃতজ্ঞ।’
এই সাফল্যে সমানভাবে উচ্ছ্বসিত ডা: গুপ্তও। তিনি বলেন, ‘রোগী দীর্ঘদিনের পেটব্যথার ইতিহাস নিয়ে আমাদের কাছে এসেছিলেন। বিস্তারিত পরীক্ষা ও পূর্ববর্তী চিকিৎসা নথি পর্যালোচনার পর আমরা তাঁকে এমআরসিপি (MRCP) করাতে পরামর্শ দিই। আমাদের অভিজ্ঞ রেডিওলজিস্টদের দল উন্নত ইমেজিং পদ্ধতির মাধ্যমে রোগ নির্ণয় করে এবং আমরা রু-এন-ওয়াই-হেপাটিকোজেজুনোস্টমি (Roux-en-Y hepaticojejunostomy) নামক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে তাঁর চিকিৎসা করি। রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে নারায়ণা হাসপাতাল, বারাসাত কর্তৃপক্ষ বলেছে, আমাদের অটুট প্রতিশ্রুতি হলো, আমরা আমাদের শ্রেষ্ঠ চিকিৎসক দল এবং সর্বাধুনিক প্রযুক্তির মাধমে যত্নের সঙ্গে চিকিৎসা প্রদান করি। সাধারণ এবং বিরল রোগের চিকিৎসায় আমাদের সুপার-স্পেশালিস্ট চিকিৎসকরা যেভাবে সেবা দিচ্ছেন, তা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আমাদের পরিষেবা আরও সম্প্রসারণ করছি, যাতে এই অঞ্চলের মানুষ অত্যাধুনিক এবং জীবনরক্ষাকারী চিকিৎসা তাঁদের দোরগোড়ায় পেতে পারেন।

20 Views