আশিস কুমার ঘোষ, গোবরডাঙ্গা

আজ ২১ জুন। আজ আন্তর্জাতিক যোগ দিবস। ২০১৫ সালের এই দিনটি রাষ্ট্রসঙ্ঘ বিশ্ব যোগ দিবস হিসেবে ঘোষণা করে। শরীর ও মন রোগমুক্ত ও চাপমুক্ত রাখতে যোগসাধনার কোনও বিকল্প নেই। ২০১৫ সালে ১৭৬টি দেশ এই সাধনায় সামিল হয়। বর্তমানে এই সংখ্যাটা ২৩০। এদিন সারা দেশের পাশাপাশি গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে গোবরডাঙ্গা মিলন সংঘের সভাঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট যোগ প্রশিক্ষক গণেশ পাল প্রায় ৫০ জন শিশু-কিশোরকে যোগ প্রশিক্ষণ দেন। যোগাসনের প্রয়োজনীয়তা ও তাৎপর্য ব্যাখ্যা করেন শিক্ষক পলাশ মণ্ডল, সরোজ চক্রবর্তী, পাঁচু গোপাল হাজরা, মলয় দাস প্রমুখ। অনুষ্ঠান‌ সঞ্চালনায় ছিলেন রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য।

95 Views