ওয়েব ডেস্ক : লোকসভা নির্বাচনে বিশ্ব রেকর্ড করেছে ভারত। এই নির্বাচনে অংশ নিয়েছেন ৩১.২ কোটি মহিলা ভোটার-সহ ৬৪.২ কোটি ভোটার। সোমবার ভোটগণনার একদিন আগে নয়াদিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেন, নির্বাচনের সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য জম্মু ও কাশ্মীরের ভোটারদের আগ্রহ দেখা যাওয়ায় উৎসাহিত হয়েছে কমিশন। সেই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। এদিন তিনি বলেন, বেশকিছু রিটার্নিং অফিসার এবং জেলা ম্যাজিস্ট্রেট ভোট প্রক্রিয়াকে নষ্ট করার জন্য প্রভাবিত হয়েছে বলে বিরোধীরা যে অভিযোগ করেছে, তার প্রমাণ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে কমিশন পদক্ষেপ করতে পারবে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি করে বুথে পুনর্নিবাচন চলছে। রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন আধিকারিক ও সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। উল্লেখ্য, রবিবার অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ক্ষমতাসীন বিজেপি এবং সিকিম ক্রান্তিকারি মোর্চা (এসকেএম) যথাক্রমে অরুণাচল প্রদেশ এবং সিকিমে ক্ষমতা ধরে রাখতে পেরেছে।
110 Views