সুকুমার রঞ্জন সরকার, ফুলবাড়ি
একটি ট্রেলারে ৪০টি মহিষ বোঝাই করে বিহার থেকে অসমে পাচার করার উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। সোমবার রাতে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি টোল প্লাজায় ট্রেলারটি আটক করে তল্লাশি চালান সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। তল্লাশিতে ট্রেলার থেকে উদ্ধার হয় ৪০টি মহিষ। চালক ও গাড়িতে থাকা আর এক ব্যক্তি মহিষগুলি নিয়ে যাওয়া সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে না পারায় তাদের আটক করে তুলে দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে। পুলিশ তাদের গ্রেপ্তার করে। মহিষ-সহ ট্রেলার গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, ধৃত মহম্মদ কালেক্টর উত্তরপ্রদেশের ও ইয়াসিন আক্কাস অসমের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি ধারায় মামলা রুজু করে মঙ্গলবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ।
108 Views