আশিস কুমার ঘোষ, হাবরা, উত্তর ২৪ পরগনা

বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমার দিনে চাতরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম- এর মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মানুষ পুজোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫১ জন অসহায় হতদরিদ্র বৃদ্ধ-বৃদ্ধাকে নরনারায়ণ রূপে পুজো করা হয়। আশ্রমের সম্পাদক বিপ্লব দত্ত জানান, দুইজন বিশিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে বৃদ্ধ-বৃদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। সকল নরনারায়ণকে মধ্যাহ্নকালীন আহার করিয়ে তাদের সকলের হাতে উপহারস্বরূপ তুলে দেওয়া হয় ফল, বিছানা চাদর, মশারি, শাড়ি, লুঙ্গি ও কম্বল।

103 Views