অভিরূপ চক্রবর্তী, কলকাতা

বিশ্বকর্মা পুজোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনও ১৭ সেপ্টেম্বর। এবার তাঁর ৭৫তম জন্মবার্ষিকী। প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার তথা বাণীবিদ্যাপীঠ (দ্বাদশ শ্রেণি) বালিকা বিদ্যালয়ের শিক্ষক মনোজ রায় নিজের মায়ের নামে কলকাতার প্রিটোরিয়া স্ট্রিটে ত্রিপুরা ভবনে একটি ফলের গাছ রোপণ করেন। বৃক্ষরোপণে মনোজ বাবুর সঙ্গে ছিলেন ত্রিপুরা ভবনের জয়েন্ট রেসিডেন্ট কমিশনার দ্বীপরাজ রায়ের পরিবার-সহ ত্রিপুরা ভবনের কর্মীরা ও তাদের পরিবার। এরপর মনোজ বাবু সল্টলেকের দুটি ত্রিপুরা ভবন ও কলকাতার বিধান শিশু উদ্যানেও অনেক ফলগাছ রোপণ করে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করেন। প্রসঙ্গত, মনোজ রায় প্রতি বছর ত্রিপুরা ভবনগুলির সৌন্দর্যায়নে বৃক্ষরোপণ করে থাকেন। মনোজ বাবুর এই বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে উপস্থিত সবাই প্রশংসা করেন। বিধান শিশু উদ্যানে বৃক্ষরোপণের সময় বিধান শিশু উদ্যানের সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষক গৌতম তালুকদার-সহ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিবস উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৫ দিন ধরে সেবা পক্ষ পালন করে ভারতীয় জনতা পার্টি।

97 Views