ওয়েব ডেস্ক : বেরগুম ২ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ৮ দলীয় একদিনের ফুটবল প্রতিযোগিতা। রবিবার বেরগুম স্কুল মাঠে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা, প্রাক্তন পঞ্চায়েত প্রধান রুমা সরকার, প্রধান ঝুমা ঘোষ, হাবরা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কল্যাণ দত্ত প্রমুখ। চূড়ান্ত পর্যায়ের খেলা টাই ব্রেকারে নিষ্পত্তি না হওয়ায় বেরগুম ঐক্যতান সংঘ টসে নেতাজি অগ্নি সংঘ পেয়ারাতলাকে পরাজিত করে। এই ফুটবল টুর্নামেন্ট প্রসঙ্গে ফুটবল টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা রুমা সরকার জানান, কৈশোর এখন মোবাইলে বন্দী। কিশোরদের মাঠমুখি করতে এই উদ্যোগ। বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস ফুটবল টুর্নামেন্টের প্রশংসা করেন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা খেলার মাধ্যমে তৃণমূল নেতা বিপ্লব সরকারকে স্মরণ করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
105 Views