আশিস কুমার ঘোষ, কলকাতা

গত সপ্তাহে বেলজিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেটেল বেল্ট স্পোর্টস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় করলেন কলকাতার মেয়ে শিবানী আগরওয়াল। পেশায় চার্টার্ড একাউন্টেন্ট, ৯ বছরের পুত্রের জননী, ৪১ বছরের শিবানী আগরওয়ালের এটা ষষ্ঠ সোনার পদক জয়। তিনি প্রথম ভারতীয় নারী যিনি এই বিভাগে সোনা জিতলেন। ২৫টি দেশের ১৫০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে এই জয় অর্জন করলেন শিবানী। শিবানীর এই সাফল্যে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শিবানীর বাবা অনিল কুমার শাহকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। পদক জয়ের পরে শিবানীকে ব্রাসেলসের ভারতীয় দূতাবাসে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বুধবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিবানী নিজেই জানালেন তার এই জার্নির কথা। এই যাত্রাপথে সব সময় পাশে থেকে উৎসাহ দিয়েছেন তার স্বামী মৈনাক আগরওয়াল ও কোচ অরুনাভ সরকার।

34 Views