আশিস কুমার ঘোষ, কলকাতা

মানব জীবন রক্ষার ক্ষেত্রে যেমন একটি বৃক্ষ প্রয়োজন, তেমনি তাদের শরীরের জীবন রক্ষার জন্য প্রয়োজন রক্ত। তারই ধারাকে তুলে ধরতে ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়েশন সংগঠিত করল রক্তদান শিবির। রবিবার উত্তর কলকাতার ব্রজদুলাল স্ট্রিটে ২৪ নং ওয়ার্ডে ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ২৯তম স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন সী, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ইলোরা সাহা, এই ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি মৃণাল সাহা, পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, ২৫ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রাজেশ সিনহা, সিটি কেবল-এর কর্ণধার তিনকড়ি দত্ত, সমাজসেবী ডি.অশিস, ডক্টর মিতুল লাহা, ডক্টর স্বরূপ ঘোষাল-সহ আরও অনেক বিশিষ্ট অতিথি এই শিবিরে উপস্থিত ছিলেন।

109 Views