আশিস কুমার ঘোষ, কলকাতা

ভারতের ঐক্যের বহুত্বে এক অনন্ত এবং সম্মিলিত ঘোষণা মহাকুম্ভ, বললেন উত্তরপ্রদেশের মন্ত্রী অরুণ কুমার সাক্সেনা। এছাড়াও তিনি বলেন, মহাকুম্ভ হলো ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার প্রতিফলন, ‘শ্রেষ্ঠ ভারত, সমন্বিত ভারত’-এর এক উজ্জ্বল প্রতীক। প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫ উপলক্ষে সোমবার সকালে কলকাতায় একটি বেসরকারি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি। এরপর মহাকুম্ভ সফল করার আহবান জানিয়ে একটি রোড শো-এর সূচনা করেন। এদিন অরুণ কুমার সাক্সেনা বলেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এমন এক ঐতিহাসিক উৎসব আয়োজনের লক্ষ্যে কাজ করছে উত্তরপ্রদেশ সরকার। এই সরকার সুষ্ঠু, সুন্দর এবং ডিজিটাল মহাকুম্ভ আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, মহাকুম্ভে সর্বাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। কুম্ভের তীর্থযাত্রীদের জন্য শুদ্ধ পানীয় জল, ইন্টিগ্রেটেড কন্ট্রোল কমান্ড সেন্টার এবং ৪৪টি ঘাটে ফুলের বর্ষণ-সহ পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও প্রযুক্তি ব্যবহার করে মহাকুম্ভে আগত তীর্থযাত্রীদের সংখ্যা নির্ভুলভাবে নিরূপণ করা হবে বলে জানান তিনি।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড: সি.ভি.আনন্দ বোস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের জনগণকে প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫-এ অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান মন্ত্রী অরুণ কুমার সাক্সেনা। তিনি বলেন, ২০১৯ সালের প্রয়াগরাজ কুম্ভের দৃষ্টান্তমূলক ব্যবস্থাপনা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়। এই বছরের মহাকুম্ভ সেটিকে ছাড়িয়ে গিয়ে আরও সুষ্ঠু ও সুন্দর হবে। তিনি জানান, ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর পবিত্র সঙ্গমে মহাকুম্ভ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মেলা ইউনেস্কো কর্তৃক মানবজাতির অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত। মহাকুম্ভ ২০২৫-কে পরিবেশ বান্ধব করার লক্ষ্যে একক-ব্যবহারের প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছে। সকলের জন্য উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল তৈরি করা হয়েছে। এ ছাড়াও ছোট হাসপাতাল এবং জরুরি পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। মহাকুম্ভ ২০২৫-কে ডিজিটাল রূপ দিতে একটি ওয়েবসাইট, অ্যাপ এবং ১১টি ভাষায় এআই-চালিত চ্যাটবট চালু করা হবে। তীর্থযাত্রীদের জন্য কিউআর-ভিত্তিক পাস,ড্রোন নজরদারি এবং গুগল ম্যাপস-এর সাথে ইন্টিগ্রেশনের ব্যবস্থাও থাকছে। ৫ লাখ যানবাহনের জন্য স্মার্ট পার্কিং-এর ব্যবস্থা করা হয়েছে। মহাকুম্ভ শহরে ৯টি নতুন ঘাট নির্মাণ করা হয়েছে। অরুণ কুমার সাক্সেনা বলেন, মহাকুম্ভ শুধুমাত্র একটি মেলা নয়, মহোৎসব। এই মহোৎসবে অংশ নিতে সমগ্র দেশ ও বিশ্বের জনগণকে আহ্বান জানান তিনি।

45 Views