ওয়েব ডেস্ক : লোকসভা ভোটের প্রচারে রাজনৈতিক নেতাদের বক্তৃতায় প্রত্যাশা অনুযায়ী ভালো উদাহরণ স্থাপন করা উচিত। মঙ্গলবার এমনটাই বলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন বলেছে যে, প্রাথমিকভাবে নেতাদের কর্তব্য দেশের সামাজিক কাঠামোর ওপর আঘাত এড়িয়ে ভোটের বাকি পর্বে তাঁদের বক্তৃতা সংশোধন করা। গত ১৬ মার্চ লোকসভা নির্বাচনের ঘোষণার পর থেকে আদর্শ আচরণবিধি প্রয়োগ নিয়ে দ্বিতীয় প্রতিবেদন প্রকাশ করে কমিশন জানিয়েছে, ৯০ শতাংশেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করেছে তারা। বিজেপি ও কংগ্রেসের কিছু অভিযোগ ছাড়া নিষ্পত্তি হয়নি এমন কোনও বড় অভিযোগ রাজনৈতিক দলগুলোর নেই।
75 Views