ওয়েব ডেস্ক : রক্তপাতহীন ও শান্তিপূর্ণ হোক লোকসভা নির্বাচন। এই লক্ষ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঘুরে গানের মাধ্যমে প্রচার করছেন পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল। ভোটে যাতে রক্তপাত ও প্রাণহানির ঘটনা না ঘটে, আর ভোটাধিকার প্রয়োগ কতটা গুরুত্বপূর্ণ সে নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে প্রচার করছেন তিনি। যদিও এবারের লোকসভা নির্বাচন প্রথম নয়, স্বপন দত্ত বাউল সম্পূর্ণ নিজের উদ্যোগে দীর্ঘদিন ধরে এ কাজ করছেন। ২০১৬ সালে একবার তাঁকে দিল্লিতে ডেকেছিল নির্বাচন কমিশন। তারপর থেকেই গান করে সমাজকে সচেতনতার বার্তা দিচ্ছেন এই বাউল।তাঁর একটাই লক্ষ্য, ভোটে যাতে রক্তপাত ও প্রাণহানির ঘটনা না ঘটে, কোনও মায়ের কোল যেন খালি না হয়ে যায়, কোনও পত্নী যেন বিধবা না হন। শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে গান গেয়ে বেড়ালেন স্বপন দাস বাউল। এসেছিলেন অশোকনগর প্রেস ক্লাবেও। নিঃস্বার্থভাবে এই বাউলের কর্মকাণ্ডে বেজায় খুশি সাধারণ পথচলতি মানুষ। এদিন স্বপনবাবু জানান, যখন নির্বাচনে প্রাণহানি বা রক্তপাতের ঘটনা ঘটবে না, তখনই তাঁর উদ্দেশ্য সফল হবে। এই লক্ষ্যেই রাজ্যের ২৩টি জেলায় বাউল সংগীত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই বাউল।
63 Views