শান্তনু চ্যাটার্জি, অশোকনগর

স্থানীয় বাসিন্দাদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিয়ে বসন্ত উৎসব উদযাপন করল অশোকনগর জ্যোতি সংঘ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অশোকনগর ৮ নং স্কিম ত্রিকোণ পার্কে জ্যোতি সংঘ প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের ব্যবস্থাপনায় ছিলেন মিউজিক একাডেমির সঙ্গীত প্রশিক্ষক তমালিকা ঘোষ। এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মিউজিক একাডেমির শিশুশিল্পীরা-সহ বিভিন্ন বয়সের বেশ কয়েকজন শিল্পী। বিশেষ অনুরোধে সঙ্গীত পরিবেশন করেন অশোকনগর থানার অন্যতম আধিকারিক সুশান্ত পরামানিক। অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান পরিষদ সদস্য কৃষ্ণা চক্রবর্তী জ্যোতি সংঘের সমস্ত সদস্যদের বসন্ত উৎসব-সহ আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানান।

এদিন লোকগীতি পরিবেশন করে এই উৎসব মাতিয়ে দেয় দেবজ্যোতি চক্রবর্তী। জ্যোতি সংঘের সম্পাদক দীপেশ চক্রবর্তী জানান, ২০২৩ সাল থেকে বসন্ত উৎসব উদযাপন করা হচ্ছে। গত রবিবার এবারের উৎসব করার সিদ্ধান্ত নেওয়া হলেও আবহাওয়ার কারণে তা করা যায়নি। সাফল্যের সঙ্গে আজ সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সবাইকে নববর্ষের আগাম শুভেচছা জানান তিনি। অন্যদিকে তমালিকা ঘোষ জানান, তিনি শিশুদের আনন্দের সঙ্গে গান শেখান। অভিনয়ের মাধ্যমে সঙ্গীত শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। এক প্রশ্নের জবাবে বলেন, আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা অথচ সঙ্গীত শিক্ষায় আগ্রহীদের তিনি তালিম দিতে চান। এছাড়াও তিনি জানান, এদিন প্রায় ২৫ জন শিল্পী বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছে।

66 Views