ওয়েব ডেস্ক : মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর শহরে একটি টেলারিং দোকানে আগুন লাগার জেরে শ্বাসরুদ্ধ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে বুধবার সকালে। জানা গিয়েছে, ভোর ৪টের দিকে ক্যান্টনমেন্ট এলাকার দানা বাজারের একটি টেলারিং-এর দোকানে আগুন লাগে। ওই দোকান এবং অন্যান্য বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান নিচতলায়। আর উপরের তলায় মানুষের বসবাস। আগুন নিচের তলায় লাগলেও তার ধোঁয়ায় উপরের তলার বাসিন্দা একটি পরিবারের ৭ জনের শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়।

পুলিশ কমিশনার মনোজ লোহিয়া সংবাদ সংস্থাকে জানান, ভোর ৪টে নাগাদ একটি দোকানে হঠাৎ আগুন লাগে। পুলিশ ঘটনাটি জানতে পারে ৪টে ১৫ নাগাদ। এই অগ্নিকাণ্ডের ফলে ধোঁয়া প্রথম তলায় ছড়িয়ে পড়ে। ওই দোকানের উপরে প্রথম তলায় একটি পরিবার থাকতেন। শ্বাসরোধের কারণে সেই পরিবারের ৭ জনের মৃত্যু হয়।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে। মৃতদের মধ্যে তিন জন নারী, দুই জন পুরুষ ও দুই জন শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদের নাম অসীম শেখ (৩), পরী শেখ (২), ওয়াসিম শেখ (৩০), তানভীর শেখ (২৩), হামিদা বেগম (৫০), শেখ সোহেল (৩৫) ও রেশমা শেখ (

57 Views