ওয়েব ডেস্ক : কোভিড ভ্যাকসিন নেওয়ার কারণে মানুষ এখন মরছে। আর একটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার থেকে ৫২ কোটি টাকা অনুদান নিয়েছে বিজেপি। অভিযোগ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভদরার। বুধবার হিমাচল প্রদেশের মান্ডি সংসদীয় কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর সমর্থনে এক জনসভায় ভাষণ দেন তিনি। এদিন কেন্দ্রের শাসকদল বিজেপিকে নিশানায় রেখে প্রিয়াঙ্কা বলেন, ৫৫ বছর ক্ষমতায় থেকেও সবচেয়ে ধনী দল হতে পারেনি কংগ্রেস। অথচ, মাত্র ১০ বছর ক্ষমতায় থেকেই বিশ্বের সবচেয়ে ধনী দলে পরিণত হয়েছে বিজেপি। কেন্দ্রের বিজেপি সরকার হিমাচল প্রদেশের পর্যটন ক্ষেত্র-সহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষতি করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, নোটবন্দি বা বিমুদ্রাকরণ এবং জিএসটির প্রয়োগের কারণে রাজ্যের পর্যটন শিল্পের ক্ষতি হয়েছে। লোকসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রতি নজর রেখে পর্যটন শিল্পকে শক্তিশালী করা হবে বলে প্রতিশ্রতি দেন তিনি।

এদিন কুলুর নির্বাচনি জনসভায় প্রিয়াঙ্কা বলেন, বন্দর, বিমানবন্দর ও কয়লা খনির মতো দেশের সম্পদ তাঁর শিল্পপতি বন্ধুদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি এখন হিমাচল প্রদেশের অধিকাংশ হিমঘরের মালিক আদানি। আর আদানিই এখন আপেলের দাম এবং আপেল চাষীদের ভাগ্য নির্ধারণ করছেন। কংগ্রেস নেত্রীর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা আপেলের ওপর আমদানি শুল্ক হ্রাস করা হলেও স্থানীয় আপেল উৎপাদকদের কৃষি উপকরণ ও সরঞ্জামের উপর জিএসটি দিতে হচ্ছে। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা আপেল সহজেই বাজার দখল করছে। আর স্থানীয় আপেল উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মান্ডি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং-এর সমর্থনে আয়োজিত জনসভায় এদিন প্রিয়াঙ্কা আরও বলেন, বিরোধী জোট (ইন্ডিয়া জোট) ক্ষমতায় এলে এই রাজ্যের দরিদ্র মহিলাদের প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়া হবে। কংগ্রেসের নির্বাচনি ইশতেহারে দরিদ্র মহিলাদের প্রতি মাসে ৮৫০০ টাকার প্রতিশ্রুতি রয়েছে। আর হিমাচল প্রদেশ রাজ্যের কংগ্রেস সরকারের দরিদ্র মহিলাদের জন্য প্রতিশ্রুতি রয়েছে প্রতি মাসে ১৫০০ টাকা। উল্লেখ্য, রাজ্যের ৪টি লোকসভা আসনেই ভোট হবে শেষ দফায় অর্থাৎ ১ জুন। আর ফলাফল প্রকাশিত হবে ৪ জুন।

117 Views