সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

মায়ের অপেক্ষায় ছিল চিতাবাঘের তিনটি শাবক। তারা অধীর হয়ে অপেক্ষা করছিলো কখন তাদের মা এসে স্তন্যপান করাবে। সোমবার সকালে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের আইভিল চা বাগানের একটি নালায় চিতাবাঘের শাবকগুলিকে দেখতে পায় চা-বাগানের শ্রমিকরা। খবর ছড়িয়ে পড়তেই দলে দলে মানুষ ভীড় জমাতে শুরু করে চিতাশাবকগুলিকে দেখার জন্য। খবর যায় বন দফতরের খুনিয়া রেঞ্জের কর্মীদের কাছে। তারা ঘটনাস্থলে পৌঁছে ভীড় করা মানুষদের বলেন, সূর্য ডুবলেই মা চিতা এসে শাবকগুলিকে নিয়ে যাবে। এই পরিস্থিতিতে ভীড় করে শাবকগুলিকে বিরক্ত করা যাবে না। কাজেই ভীড় ফাঁকা করে জায়গাটি খালি করতে হবে। বনকর্মীদের কথায় চা বাগান কর্তৃপক্ষ ভীড় সরিয়ে দেয়। এরপর বনকর্মীরা দূর থেকে বশাবকগুলির প্রতি নজর রাখতে শুরু করেন বলে খবর। মা চিতাবাঘ শাবকগুলিকে না নিয়ে যাওয়া পর্যন্ত তারা নজরদারি চালাবেন বলেও জানা গিয়েছে।

125 Views