ওয়েব ডেস্ক : মিথ্যা, ঘৃণা এবং অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছে জনগণ। লোকসভা নির্বাচনের প্রথম পাঁচ দফায় তাদের জীবনের সঙ্গে সম্পর্কিত বাস্তব বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়েছেন তাঁরা। শনিবার এমন কথাই বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিন ষষ্ঠ দফার নির্বাচনে বিপুলসংখ্যক মানুষকে বেরিয়ে এসে তাদের অধিকার ও তাদের পরিবারের ভবিষ্যতের জন্য ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রাহুল এবং তাঁর মা, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি নয়াদিল্লির একটি ভোটকেন্দ্রে এদিন ভোটাধিকার প্রয়োগ করেন।

রাহুল বলেন, আজ ভোটের ষষ্ঠ পর্ব। আপনার প্রতিটি ভোট ৩০ লাখ শূন্য সরকারি পদের জন্য নিয়োগ নিশ্চিত করবে এবং প্রথমে শুরু হবে যুবকদের জন্য প্রতি বছর এক লাখ টাকার চাকরির গ্যারান্টি প্রকল্প৷ দরিদ্র পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৮৫০০ টাকা আসতে শুরু করবে৷ কৃষকরা ঋণমুক্ত হবেন এবং তারা তাদের ফসলের উপর সঠিক ন্যূনতম সহায়ক মূল্য পাবেন। শ্রমিকরা প্রতিদিন ৪০০ টাকা মজুরি পাবেন। তিনি বলেন, আপনার ভোট শুধু আপনার জীবনকে উন্নত করবে না, গণতন্ত্র ও সংবিধানকেও রক্ষা করবে। আপনাদের সকলের বাড়ি থেকে বের হয়ে আসা উচিত। আপনার অধিকার এবং আপনার পরিবারের ভবিষ্যতের জন্য ভোট দেওয়া উচিত।

98 Views