অভিরূপ চক্রবর্তী, হাবরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে সাধুদের নিয়ে সমালোচনার প্রতিবাদে এবার হাবরায় পথে নামলেন বেশ কিছু সাধু। মিছিলে পা মেলালেন। এই প্রতিবাদে অংশ নিয়েছেন ভারত সেবাশ্রম সংঘ এবং বঙ্গীয় গৌর মঠের সাধুরা। যদিও এই মিছিলের পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, রবিবার একটি প্রতীকী মিছিল হলো। এরপরেও যদি মুখ্যমন্ত্রী সরাসরি ক্ষমা না চান তাহলে আরও বড় আন্দোলনে নামবেন সন্ন্যাসীরা। প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া সাধুদের দাবি, মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এভাবে তিনি সাধু সন্ন্যাসীদের কলঙ্কিত করতে পারেন না। এদিন হাবরা ১ নম্বর রেলগেট থেকে হাবরা জয়গাছি সুপারমার্কেট পর্যন্ত মিছিল করেন তাঁরা। হাবরা পুরসভার উপপুরপ্রধান সিতাংশু দাস জানান, মুখ্যমন্ত্রী সমস্ত সন্ন্যাসীদের কিছুই বলেননি। তিনি একজন সন্ন্যাসীর সমালোচনা করেছেন। সাধু সমাজকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শ্রদ্ধা করে। অন্যদিকে, বিজেপি মিডিয়া সেলের নেতা পার্থ প্রতিম সরকার জানান, মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। না হলে এই প্রতীকী প্রতিবাদের বদলে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রতিবাদে নামবেন সাধুরা।

ছবি : তন্ময় কাহার

119 Views