ওয়েব ডেস্ক : চন্দ্রিমাজ আরআর ফ্যাশন হাবের উদ্যোগে গত ১৮ আগস্ট কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হয় চন্দ্রিমা’জ আরআর ফ্যাশন হাব এবং আরআরএস প্রোডাকশন হাউজের প্রি-পুজো মেগা র্যাম্প শো ‘ওয়াক দ্য র্যাম্প টলি বলি ২০২৪’। জানা গিয়েছে, এই শোতে ছোট থেকে বড় বিভিন্ন বয়সের ১৫০ জন অংশগ্রহণ করেছে। প্রত্যেকের পোশাক চন্দ্রিমা’জ আরআর ফ্যাশন হাব-এর কালেকশন। এই অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত। আরআর ফ্যাশন হাব-এর কর্ণধার চন্দ্রিমা বসু জানান, প্রতিটি মানুষের মধ্যেই কোনও না কোনও প্রতিভা আছে। সেগুলো বাস্তবায়িত করার জন্যই তিনি সকলকে নিয়ে কাজ করতে ভালোবাসেন। এছাড়াও জানান, তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে অভিনয়ের মাধ্যমে
ছোট ছোট কিছু গল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর তার বুটিকটি রয়েছে কলকাতার ওয়েলিংটনে।
56 Views